জামায়াতে ইসলামী: ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার আহ্বান
ছবিঃ বিপ্লবী বার্তা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার ০৩ নং বহুলী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের মাঠপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ০৩ নং বহুলী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলিম।


মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি ও সিরাজগঞ্জ-০২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম জাহিদ।বিশেষ অতিথি ছিলেন, ০৩ নং বহুলী ইউনিয়নের আমির মাওলানা মো. আব্দুল মালেক মাস্টার,ইউনিয়নের সেক্রেটারি মো. রেজাউল করিম খান,সহকারী সেক্রেটারি মো. ইকরামুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলিম,এছাড়াও সিরাজগঞ্জ সদর উপজেলা এবং বহুলী ইউনিয়নের অসংখ্য জামায়াতে ইসলামী নেতাকর্মী ও সাধারণ জনগণ সভায় অংশ নেন।


সভায় বক্তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী’র চলমান কার্যক্রম তুলে ধরেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে দলকে বিজয়ী করতে সবার সহযোগিতা কামনা করেন।তারা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন এবং গত ১৬ বছরের “অন্যায়-অপকর্মের” বিরুদ্ধে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান।বক্তারা আরও বলেন, দেশের মানুষ কোন চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না। জামায়াতে ইসলামী দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে, তাই জনগণ দলকে ক্ষমতায় দেখতে আগ্রহী।