হাটহাজারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় র‌্যালি ও জনসমাবেশ।


শোভাযাত্রা শেষে বাস স্টেশন চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।


বক্তব্যে তিনি বলেন, 'জাতির ক্রান্তিলগ্নে বিএনপি বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে।'

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর এ দল প্রতিষ্ঠা করে হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন।


তিনি অভিযোগ করেন, 'দেশের সাধারণ মানুষের অধিকার হরণ করেছে স্বৈরাচারী সরকার। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দৃঢ় থাকার কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় কারাভোগ করতে হয়েছে। তবে তিনি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি।'


দেশনেত্রীর সুস্থতা কামনার পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন ব্যারিস্টার হেলাল।

জুলাই মাসের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।


সমাবেশে আরও বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।


শেষে ব্যারিস্টার হেলালের নেতৃত্বে বের হয় একটি বিশাল শোভাযাত্রা। 

হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাস স্টেশন চত্বরে এসে শেষ হয়।