হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথে আগর গাছের চারা রোপণ করেন। 


এ সময় উপাচার্য মহোদয় সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণে আহ্বান জানিয়ে সবুজ পরিবেশ গড়তে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে এগিয়ে আসতে বলেন।


বৃক্ষরোপণ কার্যক্রমে শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাই ক্যাম্পাসকে সবুজায়নের মাধ্যমে একটি টেকসই পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।