
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রোববার (২৪ আগস্ট) দুপুর পৌনে ১টা থেকে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন তারা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে।
এর আগে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নেন এবং পরে সড়কে নেমে বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা, ‘বাজেট নিয়ে তালবাহানা চলবে না’, ‘৫৩ একরে হবে না আর, ২০০ একর চাই এবার’, ‘মুলা ঝুলানো বন্ধ কর, জমি অধিগ্রহণ দ্রুত কর’, ‘শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা মোদের অধিকার’,’ভিসি এলো ভিসি গেলো, উন্নয়নের কী হলো’ ইত্যাদি স্লোগান দেন।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘জুলাই অভ্যুত্থানে প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয়ের তকমা পাওয়ার পর আমরা ভেবেছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয় সবধরনের অবহেলা থেকে মুক্তি পাবে। কিন্তু আমরা এর উল্টো চিত্র দেখতে পেয়েছি।’
শিক্ষার্থীদের অভিযোগ, "বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৪ বছর পেরোলেও সেই প্রতিষ্ঠালগ্ন থেকে নাম বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু করার পর থেকে এই অব্ধি আর কোনো উন্নয়ন হয় নি।"
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ক্লাস রুম সংকট, আবাসন সংকট, ত্রুটিপূর্ণ পরিবহন ব্যবস্থা, ক্যাম্পাসের সংকীর্ণ আয়তন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহতসহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। যদি দাবি মানা না হয় তাহলে কির্তনখোলার পাড়ের সকল সরকারি প্রতিষ্ঠান দখল করবেন তারা।
উল্লেখ, শিক্ষার্থীদের তিন দফা দাবিতে এই আন্দোলন শুরু হয় গত ২৮ জুলাই থেকে। পরে ২৯ জুলাই আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন করে। এবং এরপর থেকে পর্যায় ক্রমে আন্দোলন চলমান আছে৷