
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী শাসনামলে সাজানো তথাকথিত 'ক্রসফায়ার' ও 'জঙ্গি' নাটক, বিরোধী মতের দমন-পীড়ন এবং শিক্ষার্থীদের হয়রানির মূল হোতা সাবেক প্রক্টর মাহবুবসহ জুলাই আন্দোলন বিরোধী শিক্ষকদের বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবির।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে।
বিক্ষোভ মিছিলে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ইবি শাখার সভাপতি মাহমুদ হাসান, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, অর্থ সম্পাদক আল-আমিনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ইবি শাখার সভাপতি মাহমুদ হাসান বলেন, "গত আওয়ামী দুঃশাসনে যারা ছাত্রদের উপর নির্যাতন করেছে তাদের খতিয়ান প্রকাশিত হয়েছে। আমরা তাদেরকে কখনো শিক্ষক হিসেবে পায় নি। আমাদের বোনেদের জঙ্গি তকমা দিয়ে হেনস্তা করেছে। শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে নিয়ে জঙ্গি বানিয়ে পুলিশে দেওয়া, ইসলামী শিক্ষাকে ধ্বংস করার জন্য মক্তব বন্ধ করা, রুমে ফেস্টুন রেখে মামলা দেওয়া, শিক্ষার্থীদের তুলে নিয়ে ক্রসফায়ার দেয়ার মত অনিয়মের ইতিহাস দেখেছি।" এমনকি তিনি বাদী হয়ে ৭০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছিলেন যা এখন নিষ্পত্তি হয়নি।
তিনি আরো বলেন, "বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলনের বিরোধিতা করেছে তাদের মধ্যে মাত্র ১৯ জনের নাম তদন্তে এসেছে। কিন্তু তাতে রাঘববোয়ালদের নাম আসেনি। এই সন্ত্রাসীদের আমরা ক্যাম্পাসে দেখতে চাই না।এ ছাড়া শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ইকসু গঠন। তাই দ্রুত ইকসু গঠন, সাজিদ হত্যাকাণ্ডের বিচার, বিশ্ববিদ্যালয় ডিজিটালাইজেশন ও শতভাগ আবাসনের ব্যবস্থা করতে হবে।"