ছবিঃ বিপ্লবী বার্তা
          নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাবার জন্য প্রচারণা চালানোয় ছেলেকে বিএনপিপন্থি আইনজীবী সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার ২৩ আগস্ট বিকেলে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জাকির হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আব্দুল গাফ্ফার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
অব্যাহতি পাওয়া ওই আইনজীবীর নাম অ্যাডভোকেট আদনান মোল্লা।
তার বাবা অ্যাডভোকেট এ. হাফিজ মোল্লা আসন্ন নির্বাচনে জামায়াতপন্থি বাংলাদেশ ল’ইয়ারস কাউন্সিল প্যানেলের সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে এ নির্বাচন।
                                
                                
                                
                                
                                
                                
