অবশেষে প্রকাশ্যে এলেন নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি
ছবিঃ বিপ্লবী বার্তা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবে প্রকাশ্যে এসেছেন সাদ কবির।

তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার (২০ আগস্ট) রাতে নিজের ফেসবুক টাইমলাইনে একটি পোস্ট দিয়ে তিনি প্রকাশ্যে আসেন। রাত প্রায় এগারোটার দিকে দেওয়া ওই পোস্টে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাতে গিয়ে তিনি শিবিরের সভাপতি হিসেবে নিজের পরিচয় তুলে ধরেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ এসেছে। কিন্তু দুঃখের বিষয়, সেই বিপ্লবের এক বছর পেরিয়ে গেলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এখনো ‘ছাত্র সংসদ’ প্রতিষ্ঠিত হয়নি। যেখানে শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চা, নেতৃত্বের বিকাশ এবং নিজেদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম খুঁজে পাবে।

তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঘোষিত ৯ দফার মধ্যে ৭ম দফায় ছাত্র সংসদ নির্বাচনের কথা ছিল। এরই মধ্যে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু হলেও জাককানইবিতে তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তাই দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানাই, নইলে শিক্ষার্থীরাই নিজেদের অধিকার আদায় করবে ইনশাআল্লাহ।

এ বিষয়ে সাদ কবির গণমাধ্যমকে জানান, তারা বিশ্ববিদ্যালয়ে খোলামেলাভাবেই কার্যক্রম চালাচ্ছেন। তার ভাষায়, “আমাদের কমিটি আসলে ওপেন সিক্রেট। তবে আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করিনি। খুব শিগগিরই প্রকাশ করা হবে। আমাদের কমিটি মোট ৮ সদস্যের।”

অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, জুলাই অভ্যুত্থানের পর এমন কোনো পরিস্থিতি নেই যে রাজনৈতিকভাবে কাউকে গোপনে থাকতে হবে। এখন সবাই স্বাধীনভাবে রাজনীতি করতে পারে। শিবিরের ক্ষেত্রেও সেটাই হওয়া উচিত। তাদের আহ্বান থাকবে, তারা যেন প্রকাশ্যে এসে রাজনীতি করে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ রিমন।