গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেওয়া মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র্যাব-১। শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্য রাতে উপজেলার আনসার রোড এলাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, গত ৩১ ডিসেম্বর শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করলে সংঘবদ্ধ দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। এতে একাধিক পুলিশ সদস্য আহত হন এবং দুটি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। হামলার সময় জাহাঙ্গীর ধারালো অস্ত্র দিয়ে এক পুলিশ সদস্যকে গুরুতর জখম করে আসামি ছিনিয়ে নিতে সহায়তা করে।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ নাফিজ বিন জামাল নাফিজ বিন জামাল বলেন, এ ঘটনার পর থেকে র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে শুক্রবার মধ্য রাতে উপজেলার আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহাঙ্গীরের বিরুদ্ধে মোট ২৩টি মামলা রয়েছে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

