ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত
ছবিঃ বিপ্লবী বার্তা

ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় আবুবকর সিদ্দিক নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত হয়েছেন।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পাড়াগাঁও আজিজুল মেম্বার মোড় এলাকায় একটি মোটরসাইকেল ও একটি কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুবকর সিদ্দিক। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।


নিহত আবুবকর সিদ্দিক ভালুকা উপজেলার ৭৮ নং পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয় পরিবারসহ স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।


এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষকের পরিবার, স্বজন ও সহকর্মীদের মাঝে গভীর শোক ও বেদনা বিরাজ করছে।