আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে যশোরসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী দায়িত্ব পালনে যশোর রিজিয়নে সর্বমোট ২০৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এসব তথ্য জানান।
ব্রিফিংয়ে জানানো হয়, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) দায়িত্বপূর্ণ ৩টি জেলার (যশোর, নড়াইল ও গোপালগঞ্জ) ১১টি সংসদীয় আসনে ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এসব এলাকায় ১১টি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ মোতায়েন সম্পন্ন হবে। নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে চেকপোস্ট পরিচালনা এবং ভোটকেন্দ্রের নিরাপত্তায় টহল জোরদার করা হবে। এছাড়া যশোর রিজিয়নের অবশিষ্ট ৬টি ব্যাটালিয়ন ১৫টি জেলার ৫১টি সংসদীয় আসনে আরও ১৮০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করবে।
সংবাদ সম্মেলনে ২০২৫ সালের সাফল্য তুলে ধরে জানানো হয়, গত এক বছরে যশোর রিজিয়ন ও ৪৯ ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান ও মাদকদ্রব্য আটক করা হয়েছে। ৪৯ ব্যাটালিয়ন গত এক বছরে ৮২ কোটি ৪৫ লাখ টাকার চোরাচালান পণ্য এবং ৩ কোটি ২৭ লাখ টাকার মাদকসহ ১৬৫ জন আসামিকে আটক করেছে।
অন্যদিকে, পুরো যশোর রিজিয়ন কুষ্টিয়া থেকে সাতক্ষীরা পর্যন্ত ৬০০ কিমি সীমান্তে অভিযান চালিয়ে গত বছর ৩৭৭ কোটি ৪৬ লাখ টাকার মালামাল আটক করেছে, যার মধ্যে ৫৮ কেজি স্বর্ণ এবং বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক রয়েছে।
লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, "মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

