আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গন ভোট-২০২৬ উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের মধ্যে জনসচেতনা সৃষ্টিতে ১৩ জানুয়ারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, 'আগামী-১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গন ভোট অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে প্রত্যেক ভোটারকে দুইটি করে ভোট দিতে হবে। একটি ভোটে সরকার নির্ধারিত হবে, আরেকটি ভোটে সংস্কার পরিবর্তন হবে কি হবে না সেটি নির্ধারিত হবে। যাকে হ্যাঁ না ভোট বলা হয়। প্রতি ৫ বছর পরপর আপনাদের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয়।'
আশিক কবির আরো বলেন, 'দেশ কেমন হবে,দেশে কেমন সরকার হবে আপনার ভোটের মাধ্যমে নির্ধারিত হবে। তিনি আগামী-১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যে সকল ভোটারদের কে ভোট দেয়ার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন।'
মুকসুদপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত ও উপজেলা নির্বাচন অফিসার মো: নুরু আমিন। অবহিতকরণ সভায় মুকসুদপুর উপজেলার সমাজসেবা কার্যালয়ের আওতাধীন বিভিন্ন শ্রেণী-পেশার ভাতাপ্রাপ্ত নারী- পুরুষরা উপস্থিত ছিলেন।

