কুড়িগ্রামে দুর্বৃত্তের বিষ প্রয়োগে কৃষকের ভুট্টা ক্ষেত নষ্ট
ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুর্বৃত্তের দেয়া কীটনাশকে এক অসহায় কৃষকের এক একর জমির উপর ভুট্টা ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে পথে বসেছে ক্ষতিগ্রস্থ ওই কৃষক।


ঘটনাটি ঘটেছে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজি গ্রামে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কৃষক।


স্থানীয় হযরত আলী ও ওসমান আলী জানান,  আবুল হোসেনের ছেলে ফেরদৌস আলম ধরলার চরে এক একর জমিতে ভুট্টার ক্ষেত লাগিয়েছে। সেই গাছগুলো প্রায় চার থেকে পাঁচ ফুট লম্বা হয়েছিল। আর মাত্র কিছুদিন গেলেই গাছে ফুল আসা শুরু হতো। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা ক্ষেতে গত সোমবার রাতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করায় সব গাছ গুলো শুকিয়ে গেছে। সকালে জমির উপর গাছগুলো সাদা  হয়ে দাঁড়িয়ে  আছে। অথচ  ক্ষেতটি ছিল সবুজ ও সতেজ। তার এক বছরের স্বপ্ন এক রাতেই কাল হয়ে গেছে। তবে  ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটতে পারে। 


ক্ষতিগ্রস্থ কৃষক ফেরদৌস আলম জানান, পৈত্রিক সূত্রে পাওয়া একর জমিই তার একমাত্র সম্বল। সেই জমিতে ধার দেনা করে ভুট্টা ক্ষেত লাগিয়েছেন। বিক্রি করে পাওনা পরিশোধ করার পর ছেলে-মেয়েদের পড়াশোনা, চিকিৎসা ও সংসারের সব খরচ চালান স্বপ্ন ছিল।  এখন কে বা কাহারা কীটনাশক দিয়েছে। ক্ষেতের সব গাছগুলো নষ্ট করে তছনছ করেছে। ক্ষতি হয়েছে  প্রায় ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা। 


ফুলবাড়ী থানা উপপরিদর্শক (এসআই ) মনজুরুল ইসলাম জানান অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে যাওয়া হয়েছে। সব ভুট্টা ক্ষেতের গাছ গুলো মারা গিয়ে সাদা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।