ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৭নং নাচন মহল ইউনিয়ন পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান মো: শাহআলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দূর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে পরিষদের ইউপি সদস্যরা ও এলাকাবাসী।
এলাকাবাসী ও ইউপি সদস্যদের অভিযোগ, ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাৎ, ট্যাক্সের টাকা লোপাট সহ বিভিন্ন অনিয়ম, দূর্নীতির সাথে জড়িত প্যানেল চেয়ারম্যান। তারা প্যানেল চেয়ারম্যাননের অপসারণ দাবি করেন। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য বাদল, নিলুফা, কবির মোল্লা নাচনমহল ইউনিয়ন যুবদল নেতা আল আমিন হোসেন, নাচনমল ইউনিয়ন যুবদল নেতা মনির হোসেন খলিফা প্রমূখ।বক্তারা বলেন, 'অতিদ্রুত তাঁকে এ পদ থেকে অপসারণ করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।'
এ ব্যাপারে নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি আ: আজিজ খলিফা বলেন, 'প্যানেল চেয়ারম্যান শাহআলম এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও নলছিটি ইউএনও কাছে অর্থ আত্মসাৎ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।'
ঘটনার বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ জোবায়ের হাবিব জানান,'প্যানেল চেয়ারম্যান শাহআলম এর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।'

