নান্দাইলে ৪ শতাধিক এতিম অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ছবিঃ বিপ্লবী বার্তা

কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত  ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪ শতাধিক এতিম ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে মানবিক প্রতিষ্ঠান মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট।


রোববার (১১ জানুয়ারি) সকাল ১১ টায় মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজারে রাহিমা আক্তার জেনারেল হসপিটালের মাঠে কম্বল বিতরণ করা হয়।


ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মো. ওয়ালী উল্লাহর সভাপতিত্বে ও মাওলানা সোহাগ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও বিএনপি নেতা মিজবাহ উদ্দিন মাস্টার, নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাহমুদ হোসেন মাহমুদ,ট্রাস্টের কোষাধ্যক্ষ অধ্যক্ষ মাওলানা আব্দুছ ছাত্তার, কো-অর্ডিনেটর মাওলানা তারিক জামিল। 


আলহাজ্ব মোহাম্মদ ওয়ালিউল্লাহ বলেন, শীতের তীব্রতা বাড়তে থাকায় মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।আজ ৪ শতাধিক এতিম ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি।শীতবস্ত্র পেয়ে উপকারভোগীদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠেছে।


তিনি বলেন,মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকেই মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমেও সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’