নান্দাইলে নারিকেল গাছের নীচে চাপা পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু
ছবিঃ বিপ্লবী বার্তা

ময়মনসিংহের নান্দাইলে নারিকেল গাছের নীচে চাপা পড়ে আরাফ মিয়া নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 


রবিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজগাতী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরাফ ওই গ্রামের দিনমজুর আমিনুল ইসলামের পুত্র। 


স্থানীয় সুত্রে জানা গেছে, রাজগাতী গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ (৫০) রবিবার দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি মৃত নারিকেল গাছ কাটতে যান। এ সময় গাছটি কাটার শেষ পর্যায়ে শিশু আরাফ অসাবধানতাবশত গাছের নিচে চলে আসে। এ অবস্থায় গাছটি মাটিতে পড়ার সময় আরাফের শরীরে এসে পড়ে। এতে গাছের নীচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নান্দাইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 


নান্দাইল মডেল থানার ওসি আল আমিন বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'