আজ ১১ জানুয়ারী (রবিবার) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের লস্কর চালায় শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থী এবং এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
প্রচন্ড কনকনে শীত ও ঘন কুয়াশায় মানুষের জীবন বিপর্যস্ত প্রায়। তাই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক কর্মসূচির অংশ হিসেবে লস্করচালা দারুস সুন্নাহ দাখিল মাদরাসা ও হিফজুল কোরআন লিল্লাহ বোডিং ও এতিমখানার শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে কম্বল উপহার দেওয়া হয়।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ (কালিয়াকৈর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক ডিসি মো শাহ আলম বকশী।
আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার আমির মো বেলাল হোসেন সরকার, ৫ নং ওয়ার্ডের সভাপতি মো. আমিনুল ইসলাম মাস্টার, মো. আব্দুল মালেক পল্লী চিকিৎসক, মো. শামসুদ্দিন শাহীন পল্লী চিকিৎসক, এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের সংখিপ্ত বক্তব্য রাখেন। মানবতার কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি আহবান করেন। তারা আরও বলেন, 'মহান আল্লাহ তাআলা যেন এই মানবিক উদ্যোগ কবুল করেন এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করেন।'
মাদ্রাসা ও এতিম শিক্ষার্থীরা শীতের কম্বল পেয়ে বেশ আনন্দিত। মাদ্রাসার শিক্ষক ও এলাকার মানুষ বলেন, 'কম্বল গুলো পেয়ে ছোট ছোট বাচ্চারা অনেক উপকৃত হলো।'

