মুকসুদপুর টিএনটি অফিসের সামনে পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ভাবে জানা গেছে, মুকসুদপুর উপজেলা সদর বাজারের টিএনটি অফিসের সামনে ১০ জানুয়ারি (শনিবার) গভীর রাতে ১টি পাটের গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর মুহূর্তের মধ্যে পাশের আরো ৩ থেকে ৪ টি পাটের গুদামে আগুন ধরে যায়। সংবাদ পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ইউনিটের মেহেদি হাসানের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিভানোর চেষ্টা করতে থেকে। আগুন ভয়াবহ রূপ নিলে তারা পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা ফায়ার সার্ভিস ইউনিটকে সংবাদ দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ী সুনীল সাহার ১৩০০মণ, নির্মল সাহার ১৭৫ মণ ও ইকরাম মিয়ার ৩০০ মণ পাট পুড়ে গেছে।ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

