কাঠালিয়ায় চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৬ আসামী গ্রেফতার,সাংবাদিককে আসামীদের হুমকি
ছবিঃ বিপ্লবী বার্তা

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় চেচরীরামপুর ইউনিয়নে চোরাই স্বর্ণঅলংকার ও নগদ টাকাসহ ৬ আসামীকে গ্রেফতার করছে পুলিশ।


বুধবার ৭ জানুয়ারী দিবাগত রাতে উপজেলার চেচরীরামপুর ইউনিয়ন থেকে ফুলতলা ধাওয়া গ্রামের নয়ন হাওলাদার (২৪) ও মহিষকান্দী গ্রামের মোঃ হাসিব খান (২০) কে আটক করা হয়।


তাদের দেয়া তথ্য মতে,পার্শ্ববর্তী উপজেলা ভান্ডারিয়া, চেচরী, কৈখালী, বানাইসহ বিভিন্ন এলাকা থেকে গতকাল দিনব্যাপী কাঠালিয়া থানার ওসি তদন্ত হারান চন্দ্র পালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মনোতোষ বালা (৩৫) পিতা মহেন্দ্র বালা, উত্তম কুমার হালদার (৩৫) পিতাঃ রমেশ চন্দ্র হালদার, গৌতম কর্মকার (৫৫) পিতাঃ মাখন লাল কর্মকার ও ফেরদৌস খান (২১) কে ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১ টি অংটি, ১টি নাক ফুল, ২ টি রুপার চেইন, ১ টি ব্রেসলাইট ও নগত ৫ হাজার টাকাসহ গ্রেফতার করেন।


উল্লেখ্য গত ৩ জানুয়ারি ২০২৬ ইমরান হোসেনের বাড়িতে চুরি হয়। পরে তার স্ত্রী রুমানা আক্তার বাদী হয়ে গত ৬ জানুয়ারি ২০২৬ কাঠালিয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন মামলা নং (০৬) তারিখ ৬ জানুয়ারি ২০২৬। অন্যদিকে থানার মধ্যে নিউজ সংগ্রহ করতে গেলে ঝালকাঠি এটিএন বাংলার প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিনকে আসামীরা হুমকী দেয়।


ঘটনার বিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবু নাসের রায়হান জানান, আটককৃতদেরকে আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় ঝালকাঠি কোর্টে পাঠানো হয়েছে।