র্যাব, পুলিশ ও ডিবি পরিচয়ে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত একটি চক্রের মূল হোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে র্যাবের পোশাক, ওয়াকিটকির চার্জার এবং ডাকাতির মাধ্যমে লুণ্ঠিত নগদ ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন—পিরোজপুর জেলার দক্ষিণ গাবতলী এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে আ. রহমান মেহেদী (৩৬) এবং পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর কাজড় এলাকার নুর ইসলামের ছেলে মো. রাসেল (৩৮)। তারা বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় বসবাস করছিলেন। পুলিশের তথ্যমতে, মেহেদীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি এবং রাসেলের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত বছরের ২৪ ডিসেম্বর শ্রীনগর থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলার তদন্তের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শ্রীনগর থানা পুলিশ অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে মেহেদীকে প্রথমে গ্রেপ্তার করা হয়। পরে তার ভাড়া বাসা থেকে দুটি র্যাবের কটি, একটি পিস্তলের কভার, দুটি ওয়াকিটকির চার্জার এবং নগদ ১ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
মেহেদীর দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে কদমতলী এলাকা থেকে তার সহযোগী রাসেলকে গ্রেপ্তার করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (পশ্চিম) পুলিশের পরিদর্শক মহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় র্যাব ও ডিবি পরিচয়ে ডাকাতি ও দস্যুতায় জড়িত ছিলেন। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

