কুমিল্লা-৫ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নির্বাচনী তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। ভোটারদের কাছে পৌঁছাতে কেউ মাহফিল, কেউ জানাজা কিংবা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজের বার্তা তুলে ধরছেন। তবে এই প্রচলিত ধারার বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় এসেছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মোবারক হোসাইন।
ড. মোবারক হোসাইন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসন থেকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি সরাসরি মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। যখন অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়ন যাচাই-বাছাইয়ের অপেক্ষায় ছিলেন, তখন ড. মোবারক হোসাইন গত দেড় বছর ধরে নিয়মিতভাবে ছুটে চলেছেন এলাকার পাড়া-মহল্লায়।
সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলের মতো কুমিল্লাতেও শৈত্যপ্রবাহের প্রভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। এই পরিস্থিতিতে গত ১৫ দিন ধরে তিনি প্রতিদিন শ্রমিক ও দিনমজুরদের দ্বারে দ্বারে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং তাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন।
এ বিষয়ে ড. মোবারক হোসাইন বলেন, “প্রতিদিন ভোরে শ্রমিক ও দিনমজুরদের সঙ্গে কুশলবিনিময়ের মধ্য দিয়েই আমার নির্বাচনী কার্যক্রম চলমান রয়েছে। শ্রমিক ও মেহনতি মানুষের কথা শোনা এবং তাদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য।”
স্থানীয়দের মতে, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতির কারণে কুমিল্লা-৫ আসনে ড. মোবারক হোসাইনের এই উদ্যোগ ভোটারদের মধ্যে ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।

