টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন জানানোর পর কৃষক-শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব দলীয় সব পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
গত সোমবার (৫ জানুয়ারি) রাতে তিনি কৃষক-শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বরাবর একটি পদত্যাগপত্র পাঠান। পরে রাত সাড়ে ৯টার দিকে পদত্যাগপত্রটি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন তিনি।
পদত্যাগপত্রে সানোয়ার হোসেন সজীব উল্লেখ করেন, পারিবারিক ও শারীরিক সমস্যার কারণে তিনি দলের সব দায়িত্বপূর্ণ পদ থেকে অব্যাহতি নিতে আগ্রহী। তিনি জানান, বর্তমানে এসব সমস্যার কারণে রাজনৈতিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
এর আগে কৃষক-শ্রমিক জনতা লীগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়। এই প্রেক্ষাপটে রবিবার (৪ জানুয়ারি) রাতে সখীপুর উপজেলার সিলিমপুর এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে সানোয়ার হোসেন সজীব তাকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন।
ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করেন, তিনি কৃষক-শ্রমিক জনতা লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
তবে বিষয়টি অস্বীকার করেছেন সানোয়ার হোসেন সজীব। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি বলেন, আমি কেবল কৃষক-শ্রমিক জনতা লীগ থেকে অব্যাহতি নেওয়ার জন্য চিঠি দিয়েছি। অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেইনি। আপাতত রাজনীতির বাইরে অবস্থান করছি।
এ বিষয়ে কৃষক-শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।

