বাড়তি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
ছবিঃ বিপ্লবী বার্তা

ময়মনসিংহের ভালুকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করায় ও সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে গ্যাসের ডিলার মেসার্স ব্রাদার্স এন্টারপ্রাইজ ৫০ হাজার টাকা এবং খুচরা বিক্রেতা মেসার্স রাকিব ফার্নিচার এন্ড ইলেকট্রনিকসকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন।


এ ব্যাপারে ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন জানান, বোতলজাত এলপিজি গ্যাসের দাম মনিটরিং এর জন্য মোবাইল কোর্ট পরিচালনাকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গ্যাসের ডিলার মেসার্স ব্রাদার্স এন্টারপ্রাইজ ৫০ হাজার টাকা এবং খুচরা বিক্রেতা মেসার্স রাকিব ফার্নিচার এন্ড ইলেকট্রনিকসকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট।