পঞ্চগড়ে তীব্র শীত, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি
ছবিঃ বিপ্লবী বার্তা

তীব্র শীত ও কনকনে হিমেল বাতাসে থরথর করে কাঁপছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা হিম বাতাসে গত কয়েকদিন ধরে এ অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে।


মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস সূত্র জানায়, সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ১০০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার।


এর আগের দিন সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েকদিন সকাল ও সন্ধ্যার পর ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।


সরেজমিনে দেখা গেছে, তীব্র শীত ও একটানা কুয়াশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। দিনমজুর, চা ও পাথর শ্রমিকরা শীতের কারণে কাজে যেতে পারছেন না, ফলে তাদের আয় কমে গেছে। শীতার্ত ও ছিন্নমূল মানুষের রাত কাটছে চরম কষ্টে।


এদিকে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। ঠান্ডাজনিত সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না।


এ অবস্থায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।