সিরাজদিখানে নির্বাচনী উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) সিরাজদিখান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই নির্ধারণ করে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”


তিনি আরও বলেন, গণভোট-২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রত্যেক নাগরিকের ভোট প্রদানের কোনো বিকল্প নেই।


সভায় বক্তারা বলেন, “গণভোট-২০২৬ ও সংসদ নির্বাচন—দেশের ভবিষ্যৎ আপনার হাতে”—এই বার্তাটি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে এ ধরনের উদ্বুদ্ধকরণ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


উপজেলা প্রশাসন, সিরাজদিখান-এর আয়োজনে এবং জেলা তথ্য অফিস, মুন্সীগঞ্জ-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।