আচরণ বিধি লঙ্ঘনে দায়ে নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে শোকজ
ছবিঃ বিপ্লবী বার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক এ্যাড. তাইফুল ইসলাম টিপুকে শোকজ করা হয়েছে।


নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির পক্ষ থেকে রোববার (৪ জানুয়ারি) ৫৮ নাটোর-১ আসনের দায়িত্বপ্রাপ্ত রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ মো. জাহিদ হাসান স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয়েছে। শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম।


শোকজের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, প্রতিক বরাদ্ধের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়া এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। সংশ্লিষ্ট কমিটি ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


নাটোরের রাজনৈতিক মহলের মতে, শোকজের পদক্ষেপ নির্বাচনী নিয়মাবলী কঠোরভাবে প্রয়োগের প্রমাণ দিচ্ছে এবং সকল প্রার্থীকে আইন মেনে প্রচার চালানোর সতর্কবার্তা হিসেবে কাজ করবে।