পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত
ছবিঃ বিপ্লবী বার্তা

পঞ্চগড়ের বোদা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোদা উপজেলা শাখা। আগুনে সর্বস্ব হারানো পরিবারটির প্রতি সমবেদনা জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও সান্ত্বনা প্রদান করা হয়েছে।


জানা যায়, বোদা উপজেলার ৫ নং বড়শশী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সরকারপাড়া এলাকায় সায়েদ আলী নামে এক ব্যক্তির বসতঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তার ঘরবাড়ি ও আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।


খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোদা উপজেলা শাখার নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি তারা পরিবারটির প্রতি সমবেদনা প্রকাশ করেন ও ধৈর্য ধারণের আহ্বান জানান।


এসময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ জাহিদুর রহমান। তিনি বলেন,  মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।


এসময় আরো উপস্থিত ছিলেন বোদা উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ তসলিম উদ্দীন, বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল হাই, ইউপি সদস্য মোঃ আব্দুল ওহাবসহ স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।