কাঠালিয়ায় যুবকের মরদেহ উদ্ধার
ছবিঃ বিপ্লবী বার্তা

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজলিয়া ইউনিয়নের বলতলা গ্রামের মো. রুহুল আমিন মুন্সি (৪০) নামের এক যুবকের রেন্ট্রি গাছের ডালের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে।


মৃত রুহুল আমিন মুন্সি শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের মো. আতাহার আলী মুন্সির ছেলে। 


শৌলজালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমিনকে বাড়ীতে না দেখে অনেক খোঁজা খোঁজির করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ রবিবার সকালে স্থানীয় লোকজনে বাড়ীর পাশে রেইনট্রি গাছের ডালের সাথে গলায় ফাঁস অবস্থায় রুহুল আমিনকে দেখে কাঠালিয়া থানা পুলিশে খবর দেয়। 


পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কাঠালিয়া থানায় নিয়ে যায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়। 


ঘটনার বিষয় নিশ্চিত করে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান জানান, ‘মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছে পুলিশ।'