ছবিঃ বিপ্লবী বার্তা
শিক্ষা মানুষকে জ্ঞান দেয়, জ্ঞান সচেতনতা বৃদ্ধি করে। আর সচেতনতা মনুষ্য জগতের বিপ্লব আনে। আমার মধ্যে যে পষুত্ব আছে, পষুত্বের আস্ফালন আছে সেই পষুত্বকে কবর চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে পষুত্বকে চিরকালের জন্য ধ্বংস করে শিক্ষা বা মনুষ্যত্বের বিপ্লব বা জাগরণ ঘটায় সেটাই হলো শিক্ষা। তাই শিক্ষা দুটি ভাগে ভাগ হয়ে যায়। এর মধ্যে একটি সার্টিফিকেটধারী আর জ্ঞাণী। জ্ঞাণী না হলে মনুষত্বের বিকাশ হয় না। এই বাংলাদেশকে বারবার দুর্ণিতীবাজ করেছে সার্টিফিকেটধারী মানুষ। তাই প্রথম ভাবতে হবে শিক্ষার ভীষণ নিয়ে। এই বাংলাদেশ ও পৃথিবীকে মানব সরোবরে পরিণত করাই হচ্ছে শিক্ষা।
শনিবার (৩ জানুয়ারী) দুপুরে শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামের ইনশা অ্যাগ্রো এন্ড রিসার্চ সেন্টারে উচ্চা শিক্ষা গ্রহণে গ্রামীণ শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা শির্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রাইম ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুর রহমান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গ্রামীণ জীবন সত্যিকারভাবে মুক্তবাজার অর্থনীতিতে ভাগ হয়ে যায়, মুক্তবাজার অর্থনীতিটাকে প্রকাশ করে ফেলে। গ্রামীণ মানুষ আর শহরের মানুষ আমরা ভুলে যেতে চাই মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে সকলেই বাংলাদেশর মানুষ। বাস্তবতা এবং দেশের আর্থসামজিক অবস্থাকে স্বীকার করতে গিয়ে এই শব্দটিকে অস্বীকার করা যায় না। গ্রামীণ শব্দের মাঝেই লুকিয়ে আছে পিছিয়ে পড়া সমাজের কথা। স্বাধীনতার ৫৪ বছর পরও আজকে বাংলাদেশের শিক্ষাকর্মী হয়ে আমরা জানিনা বাংলাদেশের শিক্ষার ভীষণ কি? যে জাতি স্বাধীনতার ৫৪ বছর পরে তাদের সন্তানেরা ও শিক্ষাকর্মীরা বলতে পারে না আমাদের জাতির শিক্ষার ভীষণ কি? এদেশের মানুষকে শিক্ষার মাধ্যমে কোথায় নিয়ে যেতে চাই। তাই এদেশে শিক্ষাকর্মী, সমাজকর্মী, সংবাদকর্মী এবং রাজনৈতিককর্মী হয়ে আমরা কার ওপর চাপাব এ ব্যর্থতা। তবু আশা করি আগামীতে যে সংসদ গঠিত হতে যাচ্ছে বা গঠিত হবে জাতীয় ঐক্যমত্য ভিত্তিতে অন্তত্য নূন্যতমভাবে ওই শহীদদের (মুক্তিযুদ্ধে) প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে আগামীর মহান সংসদ যেন শিক্ষা নীতির ভীষণ করে যায়।
শ্রীপুর সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ অলিউল্লাহ মন্ডলের সভাপতিত্বে এবং ইকবাল নিশাতের সঞ্চালনায় প্রাইম ইউনিভার্সিটির আয়োজনে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোসিংগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর মোহাম্মদ নুরে আব্দুল হাই, কাপাসিয়ার শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল হক, শ্রীপুর সরকারি কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক সেলিম মোল্লা, প্রাইম ইউনিভার্সিটি'র ডেপুটি রেজিস্টার সেলিম উদ্দিন, প্রাইম ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের ডীন ডঃ রকিবুল হাসান, ভবানীপুরের মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক, শ্রীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দক আকন্দ, মাওনা পাবলিক কলেজের অধ্যক্ষ রুবেল, বরমী কলেজের সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, শ্রীপুর শেরেবাংলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম, বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষক পরিষদের যুগ্ন সম্পাদক মানিক মুন্সী, বাংলাদেশ রিভার এন্ড ন্যাচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম, পরিববেশবীদ সাঈদ চৌধুরী প্রমুখ।

