ঝালকাঠির দুই আসনে ৮ জনের মনোনয়ন পত্র বাতিল, স্থগিত ৪, বৈধ প্রার্থী ১৩
ছবিঃ বিপ্লবী বার্তা

ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসেন ৫ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তার প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন ২৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।


বাতিলকৃত প্রার্থীরা হলেন বিএনপির কেন্দ্রীয় সাবেক ছাত্রদল নেতা গোলাম আযম সৈকত (স্বতন্ত্র), বিএনপি নেতা এম মঈন আলম ফিরোজী (স্বতন্ত্র), বাংলাদেশ লেবার পার্টির মুহাম্মাদ মোস্তাফিজুর রহমান ইরান, স্বতন্ত্র প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান (স্বতন্ত্র), গণ অধিকার পরিষদের প্রার্থী মোঃ শাহাদাত হোসেন।


ঝালকাঠি-১ আসনের লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান (মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায়), স্বতন্ত্র (বিএনপি সমর্থক) গোলাম আজম সৈকত (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল), স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী (মৃত ব্যক্তির স্বাক্ষর), গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন (শিক্ষাগত সনদ না দেয়ায়) , স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমানের (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল ও ঋণ পরিশোধ না করায়) মনোনয়ন বাতিল করা হয়।


এছাড়া ঋণ খেলাপি ও এক শতাংশ ভোটার তালিকার সঠিকতা না থাকায় চারজন স্বতন্ত্র প্রার্থী ও গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।জামায়াতে ইসলামীর ফয়জুল হক ও জাতীয় পার্টি (জেপি) প্রার্থী রুবেল হাওলাদারের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। 


ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিমসহ ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।  জাতীয় পার্টির এম এ কুদ্দুস খানের মনোনয়ন বাতিল করা হয় ঋণ খেলাপির কারনে। এক শতাংশ ভোটার তালিকার সঠিকতা না থাকায় দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। স্থগিত রাখা হয়েছে গণঅধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর ও জেএসডির প্রার্থী মাসুদ পারভেজের মনোনয়ন। 


ঝালকাঠির দুই সংসদীয় আসন, ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ এ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের মনোনয়ন বাতিল এবং ৪ জনের মনোনয়ন স্থগিত রেখেছে।  


জেলা রিটার্নিং কর্মকর্তা ও ঝালকাঠি জেলা প্রশাসক  মোহাম্মদ মমিন উদ্দিন বলেন,'ঝালকাঠি -১ আসনে ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ঝালকাঠি-২ আসনে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।' নির্বাচন কর্মকর্তারা জানান, আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 

 

মনোনয়ন যাচাই-বাছাইকালে পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহম্মদ জাহিদ হোসেনসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।