গাজীপুরে তিন আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল
ছবিঃ বিপ্লবী বার্তা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাজীপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আলম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


রোববার জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়। যাচাই-বাছাইয়ে গাজীপুর-২ আসনে সর্বাধিক আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।


রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, এক শতাংশ ভোটারের বৈধ সমর্থন না থাকায় মোঃ আতিকুল ইসলাম, খন্দকার রুহুল আমিন, জিত বড়ুয়া ও তাপসী তন্ময় চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া নির্ধারিত ফলকনামায় সঠিক তথ্য উল্লেখ না করায় গণঅধিকার পরিষদের প্রার্থী মাহফুজুর রহমান খানের মনোনয়নপত্র বাতিল হয়।


যথাযথ হলফনামা দাখিল না করায় জাতীয় পার্টির প্রার্থী ইসরাফিল মিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ফলকনামা ও অঙ্গীকারনামায় স্বাক্ষরের ঘাটতির কারণে শরিফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয় এবং ফলকনামা সঠিকভাবে দাখিল না করায় স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সরকারের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়।


অন্যদিকে গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে যাচাই-বাছাইয়ে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যথাযথ ডকুমেন্ট দাখিল না করায় জাতীয় পার্টির শফিকুল ইসলাম এবং গণফ্রন্টের মোঃ আতিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।


এছাড়া গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে কাগজপত্রে ত্রুটি এবং নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।


সব মিলিয়ে একদিনেই গাজীপুর জেলার তিনটি সংসদীয় আসনে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচনে কেবল নিয়মতান্ত্রিক ও যোগ্য প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন।