মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী রাজানগর সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নানের বাসভবনে গভীর রাতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এ হামলা চালায়।
বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত স্কুল কর্তৃক বরাদ্দকৃত বাসভবনে পরিবারসহ বসবাস করতেন প্রধান শিক্ষক এম এ মান্নান। তবে বিদ্যালয় বন্ধ থাকায় তার পরিবার নিজ গ্রামের বাড়ি বরিশালের ভোলায় বেড়াতে যাওয়ায় ঘটনার সময় তিনি একাই বাসভবনে অবস্থান করছিলেন।
প্রধান শিক্ষক এম এ মান্নান জানান, তার সঙ্গে কারও কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব বা বিরোধ নেই। তিনি সবসময় শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করে আসছেন। দুর্বৃত্তরা লাঠি ও ইট ব্যবহার করে বাসভবনের লোহার জানালা ভেঙে আতঙ্ক সৃষ্টি করে। তিনি বলেন, “আমি এ ঘটনার বিচার মহান আল্লাহ ও প্রশাসনের ওপর ছেড়ে দিয়েছি।”
এ ঘটনায় তিনি শেখরনগর পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে শেখরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জিত কুমার বলেন, “হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর স্থানীয় এলাকাবাসী প্রধান শিক্ষকের বাসভবনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সিরাজদিখান উপজেলার নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত আছি। প্রধান শিক্ষককে থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। শিগগিরই আমি বিদ্যালয় ও ঘটনাস্থল পরিদর্শন করবো। আইন অনুযায়ী প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

