নাটোর ১ আসনে নির্বাচনী লড়াইয়ে আপন ভাই বোন
ছবিঃ বিপ্লবী বার্তা
নাটোর ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে  প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের  দুই ছেলে মেয়ে ।


 বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে  ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল অপরদিকে তাঁর ভাই ডা. ইয়াসির আরসাদ রাজন দলের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্রভাবেই  নির্বাচনি মাঠে সক্রিয়।


​তৃণমূলের রাজনীতিতে পরিবারের দুই যোগ্য উত্তরসূরীর এই পদচারণা লালপুর ও বাগাতিপাড়ার সাধারণ ভোটার ও নেতা-কর্মীদের মাঝে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি করেছে।


​এক পরিবার, দুই কাণ্ডারি সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা প্রয়াত ফজলুর রহমান পটল-এর উত্তরাধিকার হিসেবে এই ভাই-বোন নাটোরে বিএনপির রাজনীতিকে সুসংগঠিত করছেন।


​ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আইন পেশার পাশাপাশি দলের কেন্দ্রীয় রাজনীতিতে অত্যন্ত সক্রিয় এবং সুবক্তা হিসেবে পরিচিত। ​ডা. ইয়াসির আরসাদ রাজন পেশায় চিকিৎসক হলেও তৃণমূলের মানুষের কাছে ক্লিন ইমেজের নেতা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।