সামাজিক দায়বদ্ধতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন
ছবিঃ বিপ্লবী বার্তা

৩১ ডিসেম্বর মানেই যখন আতশবাজি ও শব্দের উচ্ছ্বাসে মুখর থাকে চারপাশ, ঠিক তখনই ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন। “পটকা–আতশবাজি নয়, করো মানবতার জয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের বসুরা, ধীরাশ্রম এলাকার জামিয়া রশিদিয়া মোল্লাপাড়া মাদরাসার প্রায় ১০০ জন এতিম ও অসহায় শিক্ষার্থীর জন্য একবেলার খাবারের আয়োজন করা হয়। দেশের শোকাবহ প্রেক্ষাপটে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচিটি পুনর্নির্ধারণ করা হয়।


বুধবার  (৩১ ডিসেম্বর) যোহরের নামাজ আদায়ের পর মাদরাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার আয়োজন করা হয়। আয়োজনটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। খাবার শেষে অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন এর সকল সদস্য, দাতা ও শুভাকাঙ্ক্ষীদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। সংগঠনের যেসব সদস্যের ২৫ সালে জন্মদিন, তাঁদের হায়াত বৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। সকল ভুল-ত্রুটি ক্ষমার মাধ্যমে আগামীর পথ মসৃণ হওয়ার জন্য দোয়া করা হয়। 


আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-সহ ফাউন্ডেশনের সদস্যদের প্রয়াত পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন এর দায়িত্বশীলরা।