ছবিঃ বিপ্লবী বার্তা
গতকাল ৩০ ডিসেম্বর ফজর পরবর্তী সময়ে মৃত্যু বরণ করেন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ দিন চিকিৎসাধীন ছিলেন দেশপ্রেমিক আপোষহীন এই মহীয়সী নারী।
গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বেলা ২ টায় জানাজার সময় ঘোষণা করেন।
ড. মোবারক হোসাইন বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের জন্য অনুপ্রেরণা ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়া আমাদের পথপ্রদর্শন করেছেন আপোষহীন লড়াই সংগ্রামের। আজ তিনি আমাদের সকলের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আপোষহীনতার এই অনন্য ব্যক্তিত্ব আমাদের জন্য শিক্ষা রেখে গেছেন দেশমাতৃকাকে আকড়ে ধরে রাখার।
কুমিল্লা ৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইন শাহবাগ মেট্রোস্টেশনে জানাজা নামাজ আদায় শেষে তিনি ভারাক্রান্ত মনে মোনাজাত শেষ করেন। সে সময় সংবাদ সম্মেলনে তিনি আপোষহীন নেত্রীর স্মৃতিচারন ও মাগফিরাত কামনা করেন।

