ছবিঃ বিপ্লবী বার্তা
গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় সহকারী রিটার্নিং অফিসার এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সাথে দলের জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে উপস্থিত সাংবাদিকদের অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিএনপি আইন মানার দল, আচরণবিধি মানার দল। বিএনপি একমাত্র দল যারা সুষ্ঠু নির্বাচন চায়। সুষ্ঠু নির্বাচনের জন্য গত ১৮ বছর বিএনপির লড়াই করেছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির চার হাজারেরও বেশি নেতাকর্মী শহীদ হয়েছে। জুলাই আন্দোলনে দুই হাজারেরও বেশি শহীদ হয়েছে। এর মধ্যে বিএনপি'র ৪০০ নেতাকর্মী শহীদ হয়েছে। কাজেই বিএনপি'র দায়িত্বের মধ্যে পড়ে আচরণ বিধি মেনে একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই ব্যবস্থা করা। আমরা সেটা শতভাগ মেনে চলবো। আইনের বাইরে বিএনপির চলে না, চলবেও না, আমরাও আইনের বাইরে যাই না এবং আইনের বাইরে চলবো না।
তিনি আরো বলেন, দেশের মানুষ সত্যিকার অর্থে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন (২৫ ডিসেম্বর) এক কোটি ১০ লাখ সিম ঢাকায় প্রবেশ করেছে। তার মানে কমপক্ষে হলেও ৬০ থেকে ৭০ লাখ লোক ছিল তার সমাবেশে। আমরা আশা করি নির্বাচনে আরেকটা ইতিবাচক প্রভাব রয়েছে তারেক রহমানের জনপ্রিয়তা। সর্বশেষ দেশের মানুষ তারেক রহমানের উপর আস্থা রাখে। দেশের মানুষ চায় তারেক রহমান দেশের নেতৃত্বে আসুক এবং প্রধানমন্ত্রী হোক। এটা সাধারণ মানুষের একটা প্রত্যাশা। আমরা আশা করি তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। গণতন্ত্র, মানুষের ভোটাধিকার সুপ্রতিষ্ঠিত হবে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত হবে। গাজীপুর-৩ আসনের জনগণের অধিকার পুনরুদ্ধার এবং উন্নয়নের অঙ্গীকার নিয়ে আমি নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছি। আমার বিশ্বাস এই আসনের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিয়ে তাদের সেবক হিসেবে আমাকে নির্বাচিত করবে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা এস এম রুহুল আমিন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ।

