আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ও দেবহাটা–২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক মুহাদ্দিস আব্দুল খালেক।
রোববার বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতারের কাছে আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুকসহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, আসন্ন নির্বাচনে সাতক্ষীরা–২ আসন থেকে বিজয় অর্জনে তিনি আশাবাদী। নির্বাচিত হলে সাতক্ষীরা ও দেবহাটার মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, একটি ইনসাফভিত্তিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করা হবে। পাশাপাশি জুলাই আন্দোলনের দাবিসমূহ বাস্তবায়নেও ভূমিকা রাখার অঙ্গীকার করেন জামায়াত প্রার্থী।

