ভালুকায় জেঁকে বসেছে শীত তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস
ছবিঃ বিপ্লবী বার্তা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় হঠাৎ করেই জেঁকে বসেছে শীত। আজ সকালে তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।


ভোর থেকে সড়ক ও খোলা মাঠে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়। এতে করে যানবাহন চলাচলেও ধীরগতি লক্ষ্য করা গেছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালক ও বয়স্করা। অনেককে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।


স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমেই কমছে। শীত বাড়ায় শিশু ও বৃদ্ধদের সর্দি-কাশিসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেড়েছে।


এদিকে শীতের কারণে সকালে হাটবাজার ও রাস্তাঘাটে মানুষের উপস্থিতি ছিল কম। আবহাওয়া এমনই থাকলে আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।