পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন
ছবিঃ বিপ্লবী বার্তা
পিরোজপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। 


তিনদিন আগে গত বুধবার বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ঘোষনা দেওয়া জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার এর পরিবর্তে শনিবার বিকেল ৪ টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিরোজপুর-১ আসনে আলমগীর হোসেনকে বিএনপির প্রার্থী হিসেবে  ঘোষনা করেন। শারীরিক অসুস্থতার কারনে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। 


পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত জানিয়েছেন,  মোস্তফা জামাল হায়দার নিজের শারীরিক অসুস্থার কথা জানিয়ে নির্বাচনে অংশগ্রহনে অপারগতার কথা প্রকাশ করলে অধ্যক্ষ আলমগীর হোসেনকে পিরোজপুর-১ আসনে মনোনয়ন দেয়া হয়। তিনি জানান এ আসনে জেলা বিএনপি থেকে মনোনয়ন দেওয়ায় দলের সবাই খুশি।


মনোনয়ন পাওয়া আলমগীর হোসেন জানান, আমি দীর্ঘ দিন নি:স্বার্থভাবে বিএনপির রাজনীতি করেছি। এ জন্য আমি খুশি। তিনি বলেন ইনশাআল্লাহ দলের সবাইকে নিয়ে আসছে নির্বাচনে জয়ী হয়ে বিএনপিকে এ আসন উপহার দিব ।