ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে উত্তাল গফরগাঁও।
দলীয় হাইকমান্ডের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মনোনয়ন বঞ্চিত প্রার্থী মুশফিকুর রহমান সিদ্দিকীর সমর্থকরা গফরগাঁও রেলওয়ে স্টেশনে ব্যাপক তাণ্ডব চালিয়েছে
এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রেললাইনে আগুন ধরিয়ে দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয় এবং স্টেশন মাস্টারকে কক্ষ থেকে বের করে দিয়ে তালা দিয়ে দেয়।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর প্রার্থিতা নিশ্চিত হওয়ার খবর এলাকায় পৌঁছালে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান ও তার ভাতিজা দলের সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমে আসেন।
বিকেল আনুমানিক ৪টার দিকে শতাধিক নেতাকর্মী গফরগাঁও রেলওয়ে স্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা স্টেশন মাস্টারের কক্ষে ঢুকে তাকে বের করে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। এরপর রেললাইনের ওপর টায়ার ও গাছের টুকরা এনে আগুন ধরিয়ে দিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম মোতায়েন করা হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, বিকাল ৪টার দিকে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা হঠাৎ বিক্ষোভ শুরু করে রেললাইনে আগুন জ্বালিয়ে দেয় এতে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

