ছবিঃ বিপ্লবী বার্তা
ঝালকাঠিতে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)’ এর আওতায় আওয়ামী লীগের সাবেক নেতা ৫ নং কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শংকর মুখার্জীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের নিজ বাড়ি থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। পরে তাকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে শংকর মুখার্জীকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, 'রাজনৈতিক মামলায় শংকর মুখার্জীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।'

