ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) সংসদীয় আসনে নির্বাচনি তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওঃ বিল্লাল হোসেন মিয়াজি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওঃ বিল্লাল হোসেন মিয়াজি বলেন, “নির্বাচনি তফসিল ঘোষণার পরও অন্যান্য রাজনৈতিক দলের অনেক নির্বাচনি অফিস কার্যক্রম চালু রেখেছে, যা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।”
তিনি আরও বলেন, “এই আসনে আগে যারা জনপ্রতিনিধি ছিলেন, তারা জনগণের প্রত্যাশিত কাজগুলো করতে পারেননি। আমরা সেই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চাই। ফরিদগঞ্জের স্বাস্থ্য ও শিক্ষাখাতে মৌলিক পরিবর্তন আনাই আমাদের মূল লক্ষ্য। আমরা একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি মডেল উপজেলা উপহার দিতে চাই।”
নির্বাচনকে কেন্দ্র করে ফরিদগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মনোনয়ন ফরম সংগ্রহকে ঘিরে এলাকায় দলীয় কর্মসূচিও প্রস্তুতি চোখে পড়ছে।
দলীয় নেতারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই আসনে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে।”
উল্লেখ্য, চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) সংসদীয় আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত। বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন তৎপরতায় নির্বাচনী মাঠ দিন দিন আরও জমে উঠছে।

