ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
ছবিঃ বিপ্লবী বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর সংসদীয় আসন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী,জেলা মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নাসিরনগর উপজেলা শাখার আমীর অধ্যাপক একেএম আমিনুল ইসলাম মনোনয়ন ফরম আজ সংগ্রহ করেন।


আজ শনিবার(২৭ ডিসেম্বর ২০২৫) বেলা ১২টায় উপজেলা নির্বাচন অফিস থেকে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক আমীর সায়েদ আলী,উপজেলা সেক্রেটারি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাহিদুল ইসলাম (খোকন), যুব বিভাগের সভাপতি কারী লুৎফর রহমান রমজান, অফিস সম্পাদক মুরাদ হোসেন চকদার, বুড়িশ্বর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আওয়াল পরশ, গোকর্ণ ইউনিয়ন সভাপতি মাওলানা কবির আহমদ, কুন্ডা ইউনিয়ন সভাপতি মুনির হোসেন তালুকদার, ভলাকুট ইউনিয়ন  সভাপতি আবু গনি, গুনিয়াউক ইউনিয়ন সভাপতি কাজি লিয়াকত আলী, ফান্দাউক ইউনিয়ন সভাপতি মাসুক মিয়া, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হামিম ইসলাম, সেক্রেটারি মোজাহিদুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক জুনায়েদ হাসান, সেক্রেটারি কামরুল হাসান, সেক্রেটারি মাও তোফাজ্জল হক চৌধুরী, সেক্রেটারি মাওঃ সাদেকুর রহমান, হুসেন মিয়া প্রমুখ। 


মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক এ. কে.এম আমিনুল ইসলাম  বলেন, 'আমি নাসিরনগরবাসীকে আন্তরিক সালাম ও অভিনন্দন জানাই। দূর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস  ও মাদকমুক্ত  নাসিরনগর গড়ে তোলা এবং এ জনপদের অগ্রগতি, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ জনপদ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। তারই অংশ হিসেবে আজ মনোনয়ন ফর্ম তোলা হয়েছে।'

 

তিনি বলেন, 'নির্বাচনী তফসিল ঘোষণার পরও আচরণবিধি লংঘন হচ্ছে প্রতিনিয়ত। অন্যান্য রাজনৈতিক দলের অনেক নির্বাচনী অফিস কার্যক্রম চালু রেখেছে, যা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।' এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।


তিনি আরও বলেন, 'এই আসনে আগে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা জনগণের প্রত্যাশিত কাজগুলো করতে পারেননি। আমরা সেই অসমাপ্ত কাজগুলো করতে চাই। নাসিরনগর স্বাস্থ্য ও শিক্ষাখাতে মৌলিক পরিবর্তন আনাই আমাদের মূল লক্ষ্য। আমরা একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর নাসিরনগর উপহার দিতে চাই।' 


দলীয় নেতারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, 'এই আসনে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে।'


নির্বাচনকে কেন্দ্র করে নাসিরনগর উপজেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মনোনয়ন ফরম সংগ্রহকে ঘিরে এলাকায় দলীয় কর্মসূচি ও প্রস্তুতি চোখে পরা মতো।