কমরেড মণি সিংহের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী কমরেড মণি সিংহ মেলার তারিখ পরিবর্তন করা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূর্বনির্ধারিত সময়সূচি পরিবর্তন করে আগামী ২৫ মার্চ ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সাত দিনব্যাপী মেলা আয়োজনের খসড়া তারিখ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে দুর্গাপুরে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের হলরুমে মেলা উদযাপন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, প্রতিবছর কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত মেলার আয়োজন করা হলেও এবার পরিস্থিতিগত কারণে সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
এদিকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কমরেড মণি সিংহের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।
সভায় সভাপতিত্ব করেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট চিকিৎসক ডা. দিবালোক সিংহ। সভা সঞ্চালনা করেন সাজসজ্জা ও প্রচার উপ-কমিটির আহ্বায়ক মোরশেদ আলম।
এ সময় বক্তব্য রাখেন,যুগ্ম আহ্বায়ক অজয় সাহা, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন মুকুল, সমন্বয়ক আলকাছ উদ্দিন মীর, স্বেচ্ছাসেবক উপ-কমিটির সদস্য সচিব বিদ্যুৎ সরকার ও মাঠ ব্যবস্থাপনা উপ-কমিটির সদস্য সচিব শামছুল আলম খান,সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক নির্মলেন্দু সরকার বাবুল,যুগ্ম আহ্বায়ক শফিউল আলম স্বপন,প্রেসক্লাবের সভাপতি ও সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সচিব তোবারক হোসেন খোকন,সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান কলি,মাঠ ব্যবস্থাপনা উপ-কমিটির সদস্য আল ইমরান সম্রাট গণি,মেলা উদযাপন কমিটির সদস্য আজিম উদ্দিনসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ব্রিটিশবিরোধী আন্দোলন, টংক আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কমরেড মণি সিংহ ছিলেন মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি ১৯০১ সালের ২৮ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

