হাদীর হত্যাকারী গ্রেপ্তারের দাবিতে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে বিক্ষোভ মিছিল
ছবিঃ বিপ্লবী বার্তা

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান গণি বিন হাদীর হত্যাকারীকে গ্রেফতার  এর দাবিতে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংগঠকবৃন্দ।


জুম্মার নামাজ আদায় শেষে নেতৃবৃন্দ ওসমান হাদী রাহিমাহুল্লাহ এর মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত করেন। বিক্ষোভে নেতৃবৃন্দ বলেন, " ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে আজ ১৪তম দিন, ওসমান হাদি শহীদ হয়েছেন আজ ৯ম দিন। আমরা প্রশ্ন রাখতে চাই— আজ বিচারহীনতার কততম দিন, ইন্টেরিম?" "রক্তের নদীর উপর যেই ইন্টেরিম গদিতে বসেছিল। হাদি ভাই তাঁর শত্রুর সাথেও ইনসাফ করার কথা বলে গিয়েছেন, আজ তাঁর সাথেই ইনসাফ করতে ব্যর্থ হয়েছে সেই ইন্টেরিম।" "হাদি ভাইয়ের খুনীদের যদি বিচার না করা হয়, আমরা ধরে নিব বাংলাদেশের সার্বভৌমত্ব আর বাংলাদেশের কাছে নাই। স্বাধীনতা, সার্বভৌমত্ব, সততা ও ইনসাফের কথা বলতে গেলে যদি শহীদ হতে হয়, তাহলে আমরাও শহীদ হওয়ার লড়াইয়ে ঝাঁকে ঝাঁকে আবাবিলের মতো শামিল হয়ে যাব, ইনশাআল্লাহ। আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব।"


বিক্ষোভে উপস্থিত ছিলেন- ইনকিলাব মঞ্চ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব, "ওসমান গণি", যুগ্ম আহ্বায়ক, "ফারুক নাহিয়ান",এনসিপি-কুমিল্লা মহানগর যুগ্ম সমন্বয়কারী, 

ইঞ্জি. মো. রাশেদুল হাসান, ডা. লোকমান হোসাইন", আহবায়ক, কুমিল্লা মহানগরী, আপ বাংলাদেশ, "খিজির ফাইয়াজ", সাবেক সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর, "সাফি ফাহিম", সাবেক যুগ্ম সদস্য সচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর ও প্রমুখ নেতৃবৃন্দ।