ছোট ছেলের বউকে হেলিকপ্টারে করে বাড়িতে আনবেন। দীর্ঘদিনের সেই শখ পূরণ করলেন বরের বাবা জিয়া উদ্দিন বেপারী।
গাজীপুরের শ্রীপুরে পাশের চন্নাপাড়া এলাকায় বিয়ে করতে হেলিকপ্টার নিয়ে গেলেন প্রকৌশলী ওমায়ের বেপারী। গুগল ম্যাপের হিসাব অনুযায়ী এই বেড়াইদেরচালা থেকে চন্নাপাড়া এলাকার দূরত্ব সাড়ে ৩ কিলোমিটার।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিয়ে শেষে বিকেলে হেলিকপ্টারে করে নতুন বউকে নিয়ে বাড়িতে ফিরেছেন তিনি।
প্রকৌশলী ওমায়ের বেপারী শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার জিয়া উদ্দিন বেপারীর ছেলে। তার বাবা ওই এলাকার সমাজসেবক। বিকেলে যখন কনেকে নিয়ে হেলিকপ্টারে তার বাড়ির পাশে মসজিদ মাঠে নামে, তখন সেখানে শত শত মানুষের ঢল নামে।
একইভাবে বিয়ে শেষ করে চন্নাপাড়া থেকে কনেকে নিয়ে হেলিকপ্টারে চড়ে বিকেলে বাড়ি ফেরার পর শুধু বরযাত্রীরা নয়, এলাকার শত শত কৌতূহলী বাসিন্দা হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে মাঠে ভিড় করেন।

