গাজীপুরে মো আনিসুর রহমানের উদ্যোগে ঢাকা-টাঙ্গাঈল-গাজীপুর মহাসড়কের ভাঙ্গা রাস্তা সংস্কার
ছবিঃ বিপ্লবী বার্তা

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ঢাকা–টাঙ্গাইল–গাজীপুর মহাসড়কের ভাঙা রাস্তা সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই রাস্তার কারণে প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছিল হাজারো মানুষ ও যানবাহন।


বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সফিপুর বাজার মহাসড়কের যমুনা রোড মোড়ে পাকা রাস্তা ভেঙে পড়ে ছিল এবং পাশের পানির ড্রেনের হাউজের বড় স্লাব নিচে পড়ে যাওয়ায় পথচারীদের চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়ে। এই অবস্থায় নিয়মিত যানবাহন দুর্ঘটনা ও পথচারীদের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়।


বিষয়টি নজরে আসে উলামা-তলাবা মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সমাজসেবক হাফেজ মো. আনিসুর রহমান আনিস এবং মো. ফাইজুর রহমানের। পরে তাদের উদ্যোগে এবং যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহযোগিতায় দ্রুত রাস্তাটি মেরামত করা হয়। পাশাপাশি পানির ড্রেনের নিচে পড়ে যাওয়া স্লাবটি তুলে পুনরায় সঠিকভাবে স্থাপন করা হয়।


 সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এই সংস্কার কাজ। এ সময় স্থানীয় মানুষজন ও পথচারীরা স্বস্তি প্রকাশ করেন এবং এমন উদ্যোগের প্রশংসা করেন।


এ বিষয়ে হাফেজ মো. আনিসুর রহমান আনিস বলেন, 'জনদুর্ভোগ লাঘবই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। লৌকিকতার জন্য নয়, বরং মানবিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের জনকল্যাণমূলক কাজে সবাইকে এগিয়ে আসা উচিত।' 


সংস্কারের ফলে মহাসড়কের এই অংশে এখন স্বাভাবিকভাবে যানবাহন ও পথচারীদের চলাচল নিশ্চিত হয়েছে।