গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামে মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদমপুর ও গোপালপুর গ্রাম এবং ভাবড়াসুর ইউনিয়নের রসুলপুর ও কৃষ্টপুর গ্রামে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম মুন্সী। আলোচনা সভায় বক্তব্য রাখেন চুন্নু ঠাকুর, দাউদ শেখ এবং সাবেক ইউপি সদস্য মুনায়েম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, 'দীর্ঘদিন ধরে এসব এলাকায় মাদক ব্যবসা, জুয়া ও চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এতে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।'
আলোচনা সভা শেষে এলাকাবাসীর সম্মতিতে মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে একটি কমিটি গঠন করা হয়। কমিটির মাধ্যমে এলাকায় সচেতনতা বৃদ্ধি, সন্দেহভাজন কর্মকাণ্ড নজরদারি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এলাকাবাসীর প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূল করা সম্ভব হবে।

