আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) নির্বাচনী এলাকা। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা। বুধবার (২৪ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ভিপি নূরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কালাম পঞ্চায়েত। এ সময় উপস্থিত ছিলেন শাহআলম শিকদার সাবেক সদস্য সচিব, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদ।
মনোনয়ন সংগ্রহের পর গণঅধিকার পরিষদের স্থানীয় নেতারা জানান, ভিপি নূর কেবল একজন ছাত্রনেতা নন, তিনি দেশের সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এক আপসহীন কণ্ঠস্বর।
"গলাচিপা ও দশমিনা অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙন, বেকারত্ব এবং উন্নয়নের বৈষম্যের শিকার। আমরা বিশ্বাস করি, ভিপি নূর সংসদে এই জনপদের মানুষের দুঃখ-দুর্দশা ও অধিকারের কথা জোরালোভাবে তুলে ধরতে পারবেন।"
ভিপি নূরের মনোনয়ন ফরম সংগ্রহের খবর ছড়িয়ে পড়তেই গলাচিপা ও দশমিনার তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলের কর্মীরা মনে করছেন, সুষ্ঠু নির্বাচন হলে গণঅধিকার পরিষদ পটুয়াখালী-৩ আসনে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে

