সরকারী সাবের মিয়া জসিমুদ্দিন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ উপলক্ষে ২৪ ডিসেম্বর সকাল ১০টায় বিদ্যালয় মঞ্চে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
সরকারী সাবের মিয়া জসিমুদ্দিন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সুকদেব পোদ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মিজানুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নইম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের, সরকারি মুকসুদপুর কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান বাবর, সাপ্তাহিক বাংলার নয়নের সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আরেফিন মুক্তা ও অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে তৃতীয় শ্রেনী হতে দশম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

