গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সাবেক মেয়র আশরাফুল শিমুল

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ- ১(মুকসুদপুর ও কাশিয়ানী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনলেন  মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম শিমুল। ২৪ ডিসেম্বর দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার ছোট ভাই তারিকুল আলম সজল এই মনোনয়ন পত্র ত্রুয় করেন।


উল্লেখ্য-আশরাফুল আলম শিমুল ২০০৯ সালে মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হোন। ২০২২ সালে মুকসুদপুর পৌরসভা নির্বাচনে তিনি পৌর মেয়র নির্বাচিত হোন। এছাড়া তার পিতা মরহুম খাইরুল বাকী ১৯৮৫ সালে মুকসুদপুর উপজেলা পরিষদের উপজেলা নির্বাচিত হয়ে ছিলেন। আশরাফুল আলম শিমুল এ পর্যন্ত যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন কোন নির্বাচনে তিনি পরাজিত হয়নি।